মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি ঃ।
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র কমিটি নির্বাচন আগামী ১০ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে অন্যদিকে বিএনপি ভোটার তালিকায় ত্যাগীও একনিষ্ঠ কর্মীদের অনেকের নাম না থাকায় সাধারণ সমর্থকদের মধ্যে চরম হতাশা ও খবের সৃষ্টি হয়েছে।
১০ই জানুয়ারি নির্বাচনে আট টা ওয়ার্ডের ৪০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন দুর্ঘডাঙ্গা ইউনিয়ন কাউন্সিল সভাকক্ষে দশ তারিখের সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে.।শীতের সকালে ঘন কুয়াশা আর রাতে হাড় কাপনে শীত কে উপেক্ষা করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহাতাব উদ্দিন গাজী প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। মাহতাব উদ্দিন এর প্রতিপক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন আসাদুজ্জামান খোকন।
বিভিন্ন ভোটারের কাছ থেকে গোপন সূত্রে নাম প্রকাশে জানা যায় বিগত জালিম সরকারের আমলে বিএনপি’র দুুরদিনে মাহতাব ভাইয়ের হাত ধরে তার প্রচেষ্টায় বিএনপি শু সংগঠিত করার চেষ্টা অব্যাহত রেখেছিল মহাতাফ ভাই যে কারণে বিএনপির ভোটাররা আগামী ১০ তারিখে কমিটি নির্বাচনে মোহতাব ভাইকে ভোট দিয়ে সম্পাদক নির্বাচিত করবেন বলে মনে করেন।
অনেকেই বলেন দুর্দিন দুঃসময়ে যে আমাদের দলকে আটকে ধরে রেখেছিল আমরা তাকে নেতা নির্বাচিত করব এর বাযরে যাওয়া আর নিজের পায়ে নিজ কুড়াল মারা সমান কথা।