সাইফুল ওয়াদুদ,নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র আয়োজনে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা। এতে দুস্থ অসহায় ছিন্নমূল মানুষেরা চরম বেকায়দায় পড়েছে। এসব মানুষদের উষ্ণ ভালবাসা দিতে বিজিবি শীতবস্ত্র বিতরন করেন।
বুধবার( ৮ জানুয়ারি) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে ৯৯ জন বয়স্ক শীতার্ত দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, পরিচালক (লজিষ্টিকস্), রংপুর রিজিয়ন এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম প্রমূখ ।
প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।