বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল)
বাকেরগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলার ভরপাশা ইউনিয়নের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ। বুধবার (০৮ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,ভরপাশা ইউনিয়ন সোসাইটির সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গাজী শহিদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন শাহীন, সহ-সভাপতি এনামুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন দুলাল,সুমন হাওলাদার, মোঃ মনির হোসেন, মোঃ জসিম উদ্দিন নকিব,উত্তর কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান সহ ভরপাশা ইউনিয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ আগামী ২২ ফেব্রুয়ারি ভরপাশা ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে করনীয় সম্পর্কে আলোচনা করেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ও সহযোগিতা কামনা করেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দের শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, আমি বাকেরগঞ্জের সকল ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই, আপনাদের যেকোনো ভালো কাজে আমাদের পূর্ন সমর্থন ও সহযোগিতা পাবেন বলে আস্বস্ত করেন।
এরপর ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয় ও প্রফুল্ল বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আগামী ২২ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে মতবিনিময় করেন।