মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
ঘুরতে আসুন রুপসী দেবহাটা ম্যানগ্রোভ মনোমুগ্ধকর বিনোদন পর্যটন কেন্দ্রে। এখনই উপযুক্ত সময়। স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকনিক করার মতো জায়গা। পিকনিক করার মতো কাছাকাছি মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এই মিনি সুন্দরবনে আছে বিভিন্ন প্রজাতির গাছ ও প্রাণী এবং দেখার মত আনন্দ বিনোদন দৃশ্য। ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীতে ট্রলারে চরে ঘুরে বেড়ানোর আনন্দ। পর্যটন কেন্দ্রটি সীমান্তবর্ত্তী ইছামতী নদীর তীরে হওয়ার এখান থেকে ভারতের টাকি পৌর সভা ও রাতে মিটি মিটি আলোকসজ্জা দেখা যায়। এখানে আসলে সুন্দরবনে যাওয়ার অনেকটা স্বাদ মেটানো যায়। দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, এখানকার প্রবেশ মূল্য ২০ টাকা, যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয়। আপনাদের দেওয়া টাকা দিয়ে রুপসী দেবহাটা ম্যানগ্রোভটি আরও সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি। তিনি আরো বলেন, কিছু কাজ করা হয়েছে ও কিছু কাজ চলমান আছে। আপনারা এখানে বেড়াতে এসে আনন্দ উপভোগ করার সাথে সাথে রুপসী দেবহাটা ম্যানগ্রোভটি আরও সুন্দর সমৃদ্ধি করতে সহায়তা করুন।