আজ ৯ই জানুয়ারী বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর এর কাছে, বীজের উপর দিয়ে ট্রাক চালানোর দাবিতে কয়েকশো ট্রাক মালিকের বিক্ষোভ, এবং ব্রিজের উপর শুয়ে পড়লেন,
তাহারা জানালেন বারবার আবেদন জানিয়েছেন আলাদা করে রাস্তা তৈরি করে নেওয়ার প্রস্তাব তাতেও সম্মতি না হওয়ায় অবশেষে বীজের উপর শুয়ে পরে মোহনপুর অবরোধ করে দিল, ট্রাক ড্রাইভার ও মালিকরা। এবং অবরোধের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
আগামী দিনে দাবী দাওয়া পূরণ না হলে ,মেদিনীপুর শহরে অলিতে গলিতে টাক ঢুকিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে বলে জেলা শাসককে হুমকি ট্রাক মালিকদের।
মেদিনীপুরের সঙ্গে অপরদিকে খড়গোপুর হয়ে কলকাতার মূল যোগাযোগ মাধ্যম বীরেন্দ্র সেতু যাকে মোহনপুর বীজ বলা হয়। বছর তিনেক ধরে এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় গাড়ি সহ মারুতি ভ্যান, রিক্সার যাতায়াত করলেও বন্ধ বড় বড় ট্রাক। তার কারণ এই ব্রীজ দুর্বল ও নড়বড়ে।
রীতিমত প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয় ব্রিজে ওঠার মুখে , যার ফলে জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েন, ভারি ভারি যানবাহন ট্রাক চালকের মালিকসহ সেই পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী। তাদেরকে এই ব্রিজ এর পরিবর্তে ভুল পথে শদেড়েক কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয়। যার ফলে এক একটি টিপে গাড়ি নিয়ে যেতে প্রায় কয়েক হাজার টাকা এক্সট্রা খরচ পড়ে ট্রাক মালিকদের, গত ২০২২ সাল থেকে বন্ধ ভারী যান চলাচল এই ব্রিজের উপর, যার ফলে জীবন জীবিকা নিয়ে দুর্বিসসহ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন। বারবার দাবী জানিয়েও কোন কিছু না হওয়ায় বাধ্য হয়েছি অবরুদ্ধ করতে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)