মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণসহ গুরুত্বপূর্ণ এক হাজার ৯১১টি মামলার নথি চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে যায়। বৃহস্পতিবার কোতোয়ালী এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে একজন চা বিক্রেতাকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, নথিগুলো ১৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানিয়েছেন, নথি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।
এর আগে পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক আদালতের বারান্দায় রাখা নথি চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছিলেন। আইনজীবীরা এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কথা তুলে ধরে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, নথি সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।