মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৯/০১/২০২৫ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রওশন আলী ( বিএসসি ) জানা যায় তিনি গাঁড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের গনিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন তিনি ০২/০১/১৯৮৮ সালে গাঁড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে জয়েন করেন তারপর ০১/০৭/১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। তার চাকরীর মেয়াদ শেষ হওয়াতে তিনি গত ০১/০৫/২০২৪ ইং অর্থাৎ মে মাসের ০১ তারিখে অবসর প্রাপ্ত পদবী গ্রহণ করেন। তার পরিবারে মোট সদস্য সংখ্যা - পাঁচ জন। এক ছেলে ও এক মেয়ে। তিনি গত ২২/০৫/২০২৪ ইং তারিখ অর্থাৎ মে মাসের ২২ তারিখে পবিত্র হজ্বের উদ্দেশ্য সৌদি আরব অবস্থান করেন এবং পবিত্র হজ্ব শেষে তিনি গত ২৯/০৬/২০২৪ ইং তারিখ অর্থাৎ জুন মাসের ২৯ তারিখে তিনি দেশে ফিরে আসেন । তিনি ২০১৫ সালে থেকে শাহজাদপুর উপজেলা মাষ্টার ট্রেইনার ( আইসিটি ) Uitrce শিক্ষা মন্ত্রনালয় জয়েন করে ট্রেনিং করিয়ে আসছেন। তিনি সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের ধারাবাহিক মূল্যয়ন মাষ্টার ট্রেইনার ( গনিতের Ca ) ট্রেইনার ( মেন্টরিন ) ( ব্র্যাক শিক্ষা কর্মসূচি ) তিনি শাহজাদপুর উপজেলার জাতীয় শিক্ষাক্রম অর্থাৎ ২০২২ সাল অনুযায়ী গনিত বিষয়ের মাষ্টার ট্রেইনার। এরপর তিনি ২০২৪ সালের ২৪ শে ডিসেম্বর অর্থাৎ ২৪/১২/২০২৪ ইং তারিখ তাঁর প্রাণ - প্রিয় ছাএ হাজী আলহাজ্ব রুহুল আমিন রাজার নিজে হাতে গড়া হাজী নুরুল ইসলাম ডিজিটাল ক্যাডেট একাডেমি কেজি স্কুল নামক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন
এ বিষয়ে হাজী নুরুল ইসলাম ডিজিটাল ক্যাডেট একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাজী মো : রুহুল আমিন রাজা বলেন গাঁড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারী গনিত বিষয়ক শিক্ষক আলহাজ্ব হাজী মো : রওশন আলী স্যার কে আমার প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত দায়িত্ব দিলে সামনে আমার প্রতিষ্ঠানটি আরো সুন্দর ও মনোরম পরিবেশে চলবে এবং পরিচালক স্যারকে পেয়ে আমরা অত্যান্ত আনন্দিত।