মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ০৯/০১/২০২৫ ইং
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যান সমিতি একটি বিশাল আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। উল্লাপাড়া প্রাইজমানি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট নামের এই মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০/০১/২০২৫) বিকাল ৩.০০ ঘটিকায়, ইনশাআল্লাহ।
স্থানঃ সরকারি আকবর আলী কলেজ মাঠ, উল্লাপাড়া।
দলঃ নীলফামারী বনাম টাঙ্গাইল
টিকেট_মূল্যঃ
শোভন চেয়ার – ( ২০ টাকা )
চেয়ার – ( ৫০ টাকা )
ভিআইপি – [পুরো টুর্নামেন্টে সব খেলা]
ফুটবল প্রেমী ভাই বন্ধুদের আমন্ত্রণ করা হলো।