মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল ৩টায় কলকলিয়া বাজারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত এ সমাবেশের আয়োজন করে।
কলকলিয়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক ডাক্তার সামছুল হকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জমিয়তের যুব নিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন ডাক্তার সামছুল আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাঙ্খিত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীম রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।