শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনায় অনানুষ্ঠানিক বসতিগুলোতে 'পানির সততা' প্রতিষ্ঠার লক্ষ্যে ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ৪ খুলনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান 'ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন)' এর অর্থায়নে 'গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-দক্ষিণ এশিয়া অঞ্চল' এর বাংলাদেশ প্রতিনিধি 'বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বি.ডব্লিউ.পি)' প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করে। এক্ষেত্রে, স্থানীয় সহযোগী সংগঠন হিসেবে 'নবলোক' সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর সহকারী গবেষক মো: নাবিল সাদ এবং দেশীয় সমন্বয়ক নাজমুন নাহার। প্রশিক্ষণে খুলনা ওয়াসার মাননীয় সচিব প্রশান্ত কুমার বিশ্বাস 'পানির সততা' রক্ষায় খুলনা ওয়াসার ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমান, পিইন্জি, এল.জি.ই.ডি উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন) এর 'পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা' প্রকল্পের অধীনে খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের পানি অধিকার (নিরাপদ ও সাশ্রয়ী) প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি ও উন্নতির ক্ষেত্রগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষকে অবহিত ও সচেতন করা হয়। এছাড়াও ব্যাপকহারে অপরিকল্পিতভাবে সাবমার্সিবল পাম্পের পানি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান বজায় রাখার জন্য সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মনোভাবকে বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করা হয়।