মোঃ শফিয়ার রহমান (খুলনা) পাইকগাছা প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে গদাইপুর ফুটবল খেলা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,উপজেলা প্রোকৌশলী মোঃ শাফিন শোয়েব, থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন,উপজেলা হিসাব রক্ষণ অফিসার,মো: আবুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী,উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, ইউআরসি ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ,মোঃ জাকারিয়া, মাওঃ আমিনুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজামান,মো: আব্দুল বারী,উত্তম কুমার কুন্ডু,কৃষ্ণপদ মন্ডল, জামিনুর রহমান রানাসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী খেলোয়াড়বৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রথম রাউন্ডে উপজেলার ১০টি ইউনিয়নের ৫টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।এবং আগামী ১৪ই জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।