ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনা, সুজুকি শো রুমের কর্মচারী সাগর হোসেন নিহত, মোটরসাইকেল চালিয়ে কাস্টমারের পরীক্ষা করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।
ঝিনাইদহ জেলার মহেশপুর টু খালিশপুর সড়কের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ দুপুর ২:৩০ মিনিটে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাগর হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর আলীর ছেলে। তিনি স্থানীয় মহেশপুর সুজুকি শো রুমে কর্মচারী হিসেবে কাজ করতেন। জানা গেছে, আজ তিনি একটি কাস্টমারের মোটরসাইকেল চালিয়ে পরীক্ষা করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
মহেশপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় সাগর হোসেন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।