মিরু হাসান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এই উপলক্ষে সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সান্তাহার কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন প্রমুখ।
সভাশেষে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বর্জ্য-শূন্যতা ও পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ।