বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মীর মুকুলকে গ্রেফতার করা হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ সূত্রে জানা গেছে,থানা পুলিশের বিশেষ অভিযানে বেরুবাড়ির মওয়ামারী থেকে ছাত্রলীগের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে মওয়ামারি গ্রামের এনামুল হকের ছেলে মীর মুকুল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন।
থানা প্রশাসন জানায় আওয়ামী লীগের ১৬ বছরে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারনে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।
পরে আসামি মুকুলকে ফুলবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।