তুষার ইমরান, লালপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাটোর আবারও তাদের তৎপরতা প্রমাণ করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) সকালে লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অর্জুনপুর মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে। ইসরাইল প্রামাণিকের আমবাগানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হামিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি অর্জুনপুর গ্রামের ইনছার আলী ও হাজেরা বেগমের সন্তান। অভিযানের সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অপরাধ নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। গ্রেফতারকৃত হামিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।