স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) রাশেদুল ইসলাম সঙ্গীয় এসআই (নি:) মমতাজ আলম ও সঙ্গীয় ফোর্স সহ গতকাল ৯ জানুয়ারি রাত ০২:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পেপসি গেইটের সামনে রাস্তার উপর হইতে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে আসামী ১। মোঃ সাকিব (২০),২। মোঃ সোহেল (২৪),৩। মোঃ ইমন (২২),৪। মোঃ মিরাজ (১৯) দেরকে ০১ (এক) টি সুইজ গিয়ার চাকু ও ০২ (দুই) টি কাঠের বাটযুক্ত চাকু এবং ০১ (এক) টি স্টিলের চাপাতি সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা-
১। মোঃ সাকিব (২০), পিতা-আবুল বশর, মাতা-মোছাঃ মিনজু বেগম, সাং-চকিদার বাড়ী, ছোট মাইনকা, আবুল বশর এর বাড়ী, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-বহদ্দারহাট, পশ্চিম ফরিদার পাড়া, শওকত কলোনী, ০৮নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ সোহেল (২৪), পিতা-মফিজুল ইসলাম, মাতা-মৃত জাহেদা বেগম, সাং-ফরাজী বাড়ী, মির্জা খালু, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-বহদ্দারহাট, পূর্ব ফরিদার পাড়া, আব্দুল করিম এর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ ইমন (২২), পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মৃত নুর নাহার বেগম, সাং-বহদ্দারহাট, পূর্ব ফরিদার পাড়া, লোকমান কলোনী, ০১নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৪। মোঃ মিরাজ (১৯), পিতা-মোঃ মিজান, মাতা-মোছাঃ শাহনা বেগম, বর্তমানে-বহদ্দারহাট, পূর্ব ফরিদার পাড়া, আকবরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান)
এই সংক্রান্তে চান্দগাঁও থানায় চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-০৯/০১/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।