মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জের জেলার স্টেডিয়ামে গত ০৯ই জানুয়ারি বৃহস্পতিবার তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)- ২০২৪ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়সহ বিভিন্ন জেলা পর্যায়ে দপ্তরবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিতি ছিলেন।