মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং দূর্বা ডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র ইউনিয়ন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হলো উক্ত নির্বাচনে মোঃ আলতাফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক শুধুমাত্র এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হলো ১০ই জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৪০৮ জন ভোটারের মধ্যে ৩৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আসাদুজ্জামান খোকন ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী মোঃ মহাতাব উদ্দিন গাজী পান মাত্র ৮৬ভোট।
অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দি মোহাম্মদ ফারুক হোসাইন পান ৭১ ভোট।
সকাল দশটা থেকে দূর্বাডাঙ্গা ইউনিয়ন কাউন্সিলের সভাকক্ষে ভোট গ্রহণ করা হয়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডঃহাজী আনিসুর রহমান মুকুল, সদস্য যশোর জেলা বিএনপি, ও দেলোয়ার হোসেন খোকন আহবায়ক জশোর জেলা বিএনপি।