শেখ মারুফ হোসেন
কালিগঞ্জ প্রতিনিধি :
কালীগঞ্জে জাতীয়তা বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা কমিটি বর্ধিত করা হয়েছে ।
শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা জেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত অফিসিয়াল প্যাড এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে জাতীয়তাবাদী
সমাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ
উপজেলার কার্যক্রম কে শক্তিশালী ও ত্বরান্বিত করার জন্য নতুন ভাবে ছয় যুগ্নআহবায়ক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন ভাবে যুক্ত হওয়া যুগ্ম আহবায়ক হলেন শেখ আব্দুল লতিফ, শেখ মিজানুর রহমান, মুন্সি মশিউর রহমান ( পলাশ)
সাইফুল ইসলাম, শেখ জাকির হোসেন, শেখ হাসান আলী, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব বলেন কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা জাসাসের কমিটি কে আরো গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
কালিগঞ্জ উপজেলা জাসাসের নবযুক্ত হওয়ার যুগ্ন আহবায়ক শেখ আব্দুল লতিফ বলেন কালিগঞ্জ উপজেলা জাসাসে যুক্ত হতে পেরে আমি অতি আনন্দিত ।
আমি আশা রাখী আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে উপজেলা কমিটিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ ।