গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ করে এক লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের আবাদপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম, তিন ফসলি জমির টপ সয়েল (উপরিভাগ) ভেকু মেশিন দিয়ে অনুমোদনহীনভাবে মাটি কেটে পুকুর খননের কাজ করছিলেন।
এসময় গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি