আজ ১০ই জানুয়ারি শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়, ভোরে, হুগলি হলদি নদীর মোহনায় এক মৎস্যজীবীর জালে উঠে এলো দৈত্যাকৃতি একটি শংকর মাছ। তাহার ওজন প্রায় ২০০ কেজি।।
জানা যায় সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড় জমান পথ চলতি বহু মানুষ, এরপর মাছটিকে স্থানীয় দুর্গাচক বাজারে নিয়ে যাওয়া হলে, মৎস্য ব্যবসায়ীরা মাছটির ডাক দেন, এবং ডাকের ভিত্তিতে দাম উঠে ৪৭ হাজার টাকা উঠে। শেষ পর্যন্ত ৪৭ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।
স্থানীয় সূত্রে আরো জানা যায় হলদিয়ার পাতিখালী এলাকার বাসিন্দা, মতিলাল হাজরা সহ বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে তাদের জালে উঠে আসে বিশালাকার এই মাছ। মৎস্যজীবী মতিলাল হাজরা বলেন শংকর মাছ এমনিতেই খুব কম পাওয়া যায়। এতদিন যা পেয়েছি সব ছোট ছোট এত বড় সংকর মাছ আগে কখনো জালে উঠেনি।
তাহারা জানান কিভাবে এত বড় শংকর মাছ উঠে আসলো, প্রথমে আমরাও হতবাক হয়ে গিয়েছিলাম, বিশালাকার ওজনের এই মাছটি জালে পড়ায় , মাছের শক্তি আমাদেরকে ভয়ের সৃষ্টিও কিছুটা করেছিল, কিন্তু ডাঙ্গায় তোলার পর আমরা নিশ্চিন্ত হলাম মাছটি দেখে। যাহার ওজন প্রায় ২০০ কেজি। এই মাছ দেখতে বহু মানুষ ভিড় জমিয়ে ছিল নদী পাড়ে। আবার সবার মুখেই একই কথা এত বড় মাছ কোনদিন দেখিনি।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ