1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
জগন্নাথপুরে সেতু নির্মানে ধীরগতি বিকল্প বাশের সেতু দিয়ে ঝুকি নিয়ে পারাপার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় এক মুক্তিযোদ্ধার জামায়াতে ইসলামী যোগদান নাসিরনগরে জাতীয়তাবাদী নবীন দলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা রহনপুরে ৪০ দিন ব্যাপী ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ জাহাঙ্গীর আল-আজাদের দোয়া ও সমর্থনের আহ্বান লালপুরের এবি ইউনিয়নে উপজাতি তরুণী ধর্ষণ,ধর্ষক আটক নড়াইলের কুড়ানো শামুক স্থানীয় চাহিদা মিটিয়ে পাড়ি দিচ্ছে বিভিন্ন জেলায় গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

জগন্নাথপুরে সেতু নির্মানে ধীরগতি বিকল্প বাশের সেতু দিয়ে ঝুকি নিয়ে পারাপার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রবাসী অধ্যুষিত এলাকার উপজেলা সদরে নলজুর নলজুর নদীর পার্শ্ববর্তী খাদ্যগোদাম সংলগ্ন পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মানে দীর্ঘ বছর যাবত কাজ খুব একটা এগোয়নি। মানুষের চলাচলের জন্য নির্মানাধীন সেতুর পাশেই তৈরি করা হয়েছে বিকল্প একটি বাশের সেতু। বিকল্প বাশের সেতু দিয়ে ঝুকি নিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ। এঅবস্থায় নির্মানাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবী উপজেলাবাসীরা। স্থানীয়রা জানান, বাশের সেতুটি নির্মানের কয়েকমাসের মধ্যেই ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। দুই পাশের অনেক জায়গার বাশ ভেঙে সরে গেছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই এখন সাধারণ মানুষ যাতায়াত করছে। অন্যদিকে বছর অতিবাহিত হলেও নতুন আর্চ সেতু নির্মাণকাজের তেমন অগ্রগতি নেই। সেতুর পাশে বসবাসকারী স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আরও জানা যায়, উপজেলা সদর ও পার্শ্ববর্তী কয়েক গ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী বাশের সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করে। নদীর দুপাশে কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল মাদ্রাসা রয়েছে। প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী এখান থেকে যাতায়াত করে। কিন্তু অনেক মাস হলো সেতুটিতে চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। সেতুটির কিছু কিছু জায়গা ভেঙে গেছে। এতে পারাপারের সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ ছাড়া বাশের সেতু দিয়ে যাতায়াতের সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এলাকাবাসী বারবার বিকল্প সেতুটি মেরামতের দাবি জানালেও কানে তুলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, নির্মানাধীন সেতুর পাশে বর্তমান বাশের সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। এই ভাঙা বাশের সেতু দিয়ে ঝুকি নিয়ে পারাপারের সময় অনেকেই দুর্ঘটনার শ্বীকার হয়ে গুরুতর আহত হচ্ছেন। বাশের সেতুর দুই পাশে বিশেষ করে পশ্চিমাংশের একাধিক স্থান ভেঙে গেছে। তিনি জনস্বার্থে বাশের সেতুটি দ্রুত সংস্কার করার দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি