মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
তারিখ: ১১/০১/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিরাজমান শিক্ষা
পরিস্থিতি নিয়ে সাবেক বিএনপি দলীয় এমপি আকবর আলী অর্থাৎ মোমেনা আলী বিজ্ঞান স্কুল এবং কলেজ এর প্রতিষ্ঠাতা গত ০৬/০১/২০২৫ ইং সোমবার সন্ধ্যায় স্থানীয় মামুন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন; স্বৈরাচারী আওয়ামী সরকার ও তার দোসরা ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য ও অর্থ লুটপাট করেছে। পতিত স্বৈরাচার সরকার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি না করে লটারীর মাধ্যমে ভর্তির পরিপত্র জারী করেছে। এ পদ্ধতি চলতে পারে না। বর্তমান প্রশাসন সেই পরিপত্র বাস্তবায়ন করে শিক্ষার গুণগতমান ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। যার প্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে হবে। স্বৈরাচার সরকারের পরিপত্রের লটারী পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সাবেক এমপি'র দোসর কাজী এহসানুল হাসান সন্টু, তার দুই পিএস মীর আরিফুল ইসলাম উজ্জল ও প্রকৌশলী শওকাত ওসমান উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক রকিবুল ইসলামের সাথে যোগসাজসে ৪টি ব্যাংক থেকে ১০,৮৭,৫৮,৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা লায়ন মোমেনা আলী, বিএনপি নেতা ও সাবেক মেয়র এম. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক হেলাল সরকার, বিএনপি নেতা আব্দুর রাজ্জক সন্টু, জাহিদ হোসেন প্রমুখ।