স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের রাউজানে নূর-এ মোস্তফা গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ জানুয়ারি শুক্রবার বেলা ২ ঘটিকায় উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ তাকওয়া রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ (সুমন) ও ইফতিখার ইফতির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মুহাম্মদ আজিজুল হক, সহ সভাপতি মুহাম্মদ জাভেদ, সাংগঠনিক সম্পাদক এস এম মনছুর আজিজ সাকিব, অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সাঈদ।
এ সময় সংগঠনের সদস্য মুহাম্মদ আরমান, মুহাম্মদ আরফান,,মুহাম্মদ নেজাম, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ রাশেদ, ইঞ্জিনিয়ার হোসেন ফয়সাল, মুহাম্মদ আল ফারহান,,মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ সোহেল চৌধুরী, মুহাম্মদ হাসেম, মুহাম্মদ সোহেল হোসেন, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ ইব্রাহিম হোসেন, মুহাম্মদ মোজাহেদ, মুহাম্মদ জসিম, মুহাম্মদ নাজিম, সৈয়দ আলী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, মুহাম্মদ ফোরকান ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ।
অনুষ্ঠানে সংগঠনের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয় এবং সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম বলেন, নূর-এ মোস্তফা গ্রুপের পথচলা থেকে শুরু করে এই সংগঠন সদস্যদের আস্থা ও বিশ্বাসে ভর করে অনেকখানি পথ অতিক্রম করেছে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে বিভিন্ন মানবিক কাজেও সংগঠন ভূমিকা রাখছে।
আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।