মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন রাতুইল ইউনিয়নের ঘোনপাড়া বাস স্ট্যান্ড ঢাকা-খুলনা মহাসড়কের উপর। আজ ১১ জানুয়ারি সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঘোনাপাড়া বাজার বাস স্ট্যান্ড ঢাকা -খুলনা মহাসড়কের উপর গোপালগঞ্জ থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত মালবাহী ট্রাক পথচারী ১।রহিমা বেগম(৭০) পিতা- মৃত ওয়াহেদ মোল্লা, স্বামী :মৃত রফিক মোল্লা সাং-ঘোনাপোড়া থানা-কাশিয়ানী,জেলা:গোপালগঞ্জকে মহাসড়কের পারাপারের সময় ধাক্কা দিয়ে দ্রুত বেগে ঘটনাস্থল থেকে চলে যায়। পথচারী রহিমা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন নিহতকে উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেন । মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।