নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
"এগিয়ে যাও মানবতার কল্যাণে" উড়িয়ে দাও শান্তির পায়রা" এই স্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস)।
শনিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর নতুন বাজার মাঠে ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস) এর প্রতিষ্ঠাতা ও মাতৃছায়া ইসলামী একাডেমি এর পরিচালক বাবুল মিয়ার সঞ্চালনায় ও ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সদস্য মো.ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.শফিকুল ইসলাম শফিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার(সূসকস) সভাপতি মো.আব্দুল বাছির, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, পনি চৌধুরী, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহারুখ মিয়া, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ওয়ার্ড সভাপতি জাহিদ মিয়া, কামাল মিয়া, বিএনপি নেতা কাজী শাবাল মিয়া, বিএনপি নেতা শানু মিয়া, মীর খা প্রমূখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো.শফিকুল ইসলাম শফিক বলেন, আমাকে যদি আমার দল বিএনপি মূল্যায়ন করে মনোনয়ন দেয়, আমি যদি এমপি হতে পারি নাসিরনগর উন্নয়নের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অন্যতম হবে। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সে দফা গুলো আমরা বাস্তবায়ন করবো।