1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যু - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই মোহনপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত লালপুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ ইটভাটায় ৩ লক্ষ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ বরাদ্দের টাকা হরি লুট -জেলা প্রশাসকের কাছে অভিযোগ  দেশমাতা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল চট্টগ্রাম ইপিজেডে দুই কারাখানার শ্রমিকদের সংঘর্ষে আহত অন্তত ৫০ মোরেলগঞ্জে বিএনপির ঐক্যের শপথ ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল কুড়িগ্রাম চিলমারীতে প্রতিপক্ষের অনুপস্থিতিতে জমি দখলের চেষ্টা কাঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাদল, সম্পাদক রাসেল 

গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ১৬ মাস বয়সী আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬জানুয়ারি) সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়া গ্রামের বাসিন্দা আমিনের ছেলে। অবেহলায় শিশুটির মৃত্যু খবর পেয়ে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মারমুখী হয়ে উঠে ভূক্তভোগীরা। এ সময় হাসপাতাল ভর্তি থাকা অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।

পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে। তারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।

শিশু আয়ানের বাবা আমিন জানান, ডায়রিয়াজনিত কারণে গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে তার ছেলে সুস্থ হয়ে উঠছিলেন না। ঠিকভাবে চিকিৎসা পাচ্ছিলেন না। গত শুক্রবার রাত আটটার পর থেকে তার ছেলে অবস্থা আরোও খারাপ হতে থাকে। ওই সময় দায়িত্বে থাকা নার্সদের বারবার জানানো হলেও তারা কোন কর্ণপাত করেন নি। তারা সেবা থেকে বঞ্চিত করে। সঠিকভাবে সেবা প্রদান করলে অবহেলায় এভাবে তার ছেলের মৃত্যু হতো না।

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা. ইসমাইল হোসেন লিংকন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায তারা মর্মাহত। মৃত শিশুটির বাবা আমিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে দায়িত্বে থাকা ওই তিন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি