মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালামের সঞ্চালনায় ও নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, স্বপন শীল, আবু আফফান রোজ বাবু, আলী নুর খান বাবুল, প্রফেসর ড. দিলারা বেগম, রুবেল হোসেন, জহুরুল কবির, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সামাদ, মফিজুর রহমান, এড, মুনির উদ্দীন, এ কে আজাদ কালাম প্রমুখ।
বক্তারা নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেল লাইন, সাতক্ষীরা-কালিগঞ্জ-মুন্সিগঞ্জ বেহাল সড়ক সংস্কার, সাতক্ষীরা কলেজ রোড সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু, ক্রীড়া কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপুর্ণ বিভিন্ন উন্নয়নের জনগুরুত্বপুর্ণ দাবি পুরণের সাথে সাথে জেলা নাগরিক কমিটির ২১ দফা উন্নয়ন দাবি বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া আগামী অর্থবছরের বাজেটে যাতে সাতক্ষীরার রেল লাইন, বিকল্প বাইপাস সড়ক সহ উপকুলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। জেলার পর্যটন উন্নয়নের সম্ভাবনাকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষনার দাবি জানানো হয়।
সম্ভাবনাময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল অব্যবস্থা নিরসন করে নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ডাক্তার সহ জনবল ও টেকনিসিয়ান নিয়েগের জন্য সরকারের মন্ত্রাণালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত হাসপাতালের কিডনি ডায়ালিসিস মেশিন গুলি নষ্ট হয়ে আছে, যার জন্য রোগীরা সেবা নিতে পারছে না।
বক্তারা প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এক কদমের সেবা প্রদান করতে জেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।