1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নান্দাইল বিএনপি’র কাণ্ডারি নাসের খান চৌধুরী - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের ওপর অন্য আরেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হামলা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে শিবচরে লিফলেট বিতরণ চাঁদা না দেয়ায় দোকানিকে গুলির ঘটনায় ৩ আসামি গ্রেফতার একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান সদর জোনের নবাগত এসি দ্বীনে আলম শীত এলে বসে অতিথি পাখির মেলা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণোর অনুর্ধ-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত আনন্দঘন পরিবেশে রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন তাহিরপুরে চোরাকারবারীদের গডফাদার সীমান্তের চিহিৃত চাঁদাবাজ রফ মিয়াকে আটক কাজিপুরে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুর সীমান্তে ভারতের কয়লা খনিতে গিয়ে নিহত

নান্দাইল বিএনপি’র কাণ্ডারি নাসের খান চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বোরহান রাব্বানী জেনিফ নান্দাইল উপজেলাঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলা বিএনপি’র রাজনীতিতে এক অনন্য নাম নাসের খান চৌধুরী । প্রায় দুই যুগের রাজনৈতিক জীবনে চরম ক্রান্তিকালের মধ্যেও সাহসিকতার সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিচ্ছেন শক্ত হাতে। ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে দল-মত নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষের কাছে তিনি বেশ পরিচিত। নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপির চারবারের সাবেক নির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপি’র রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে টানা ১৬ বছর সারা দেশে বিএনপি কঠিন সময় পার করলেও বিএনপি নেতা নাসের খান চৌধুরী নান্দাইল উপজেলার দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত ও সু-সংগঠিত রেখেছেন সর্বক্ষণ। আন্দোলন সংগ্রামে কখনোই পেছনে তাকাননি। দলের হাজারো নেতাকর্মী হামলা-মামলার শিকার হলেও তাদের দেখভালের প্রায় সবটুকু দায়িত্বই পালন করেছেন। এমনকি জেল-জুলুম ও নির্যাতনে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা নেতাকর্মীদের পরিবারগুলোর খোঁজখবর রেখেছেন সর্বদাই। বিএনপি নেতাকর্মীরা জানান, শত বাধা-বিপত্তি পেরিয়ে দলের দুঃসময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি কর্মসূচি নাসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইল উপজেলায় পালিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা সাহসের সঙ্গে আন্দোলন-সংগ্রামে রাজপথ সরগরম রেখেছিলেন। পাশাপাশি তার নেতৃত্বে ঢাকায় দলের বড় বড় প্রত্যেকটি সভা- সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নান্দাইল উপজেলা থেকে যোগ দিয়েছে। একজন মেধাবী ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে সাংগঠনিক দক্ষতা দিয়ে উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের সাংগঠনিক ভিত মজবুত রেখেছেন তিনি। সর্বশেষ শেখ হাসিনা পতনের আন্দোলনে নান্দাইল থেকে নাসের খান চৌধুরী নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি।

উপজেলা বিএনপি’র সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য নাসের খান চৌধুরীর রাজনৈতিক হাতেখড়ি হচ্ছেন তার বাবা সাবেক চারবারের এমপি মরহুম খুররম খান চৌধুরী। তার বাবাও ছিলেন ময়মনসিংহ জেলা ও নান্দাইল উপজেলা বিএনপি’র রাজনীতিতে একজন প্রাণপুরুষ।জনপ্রিয়তা ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে খুররম খান চৌধুরী জনপ্রিয়তা ছিল ব্যাপক।ঈশ্বরগঞ্জ একবার ও নান্দাইল থেকে তিনবার মোট চারবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।নাসের খান চৌধুরী ছোট বেলা থেকে পিতার সঙ্গে দলের প্রত্যেকটা কর্মসূচিতে নিজেকে ফুটিয়ে তোলেন। তাকে দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠতে খুব বেশি সময় নিতে হয়নি। ওই সময় উদীয়মান রাজনীতি হিসেবে উপজেলা জুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে বিএনপি’র রাজনীতিতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।২০১৮ সালের নির্বাচনের পর সারা দেশের মতো নান্দাইল উপজেলা বিএনপি নেতাকর্মীদের ওপর শুরু হয় একের পর এক গায়েবি মামলা আর গ্রেপ্তারের মহোৎসব। বেশির ভাগ নেতাকর্মীদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। তারপরও নাসের খান চৌধুরী নেতৃত্বে আন্দোলন থেমে থাকেনি।

নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য নাসের খান চৌধুরী বলেন, আমরা এখন নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। বর্তমানে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা। আমি বিশ্বাস করি সবাই মিলে যদি ৩১ দফা আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষ সুন্দর একটি বাংলাদেশ পাবে। আমি আমার নান্দাইল উপজেলার জনগণের ঘরে ঘরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পৌঁছে দেবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি