চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদের টিএন্ডটি কলোনিতে ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১১ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় টিএন্ডটি কলোনিতে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
২৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহবায়ক এস এম ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমানের সুযোগ্য পুত্র তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান তুর্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দীপ্তি , চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দিদারুল আলম, এম এ গফুর বাবুল, অ্যাডভোকেট কাজী সিরাজ, লোকমান হোসেন।
এসময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন, মোঃ জহুর মিয়া, মোস্তাফিজুর রহমান টিপু, লায়ন রিয়াদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ আলম, মোঃ রাজু, মোহাম্মদ আজাদ, মোঃ রোকনসহ মহানগর বিএনপির ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ডবলমুরিং থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল ও মোঃ মনিরুজ্জামান টিটু।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান তুর্য বলেন, আমি আপনাদের কথা শুনতে এখানে এসেছি। আমি যদি সুযোগ পাই তাহলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবো। আপনারা যারা আজ কম্বল নিতে এসেছেন তাদের যেন আর কম্বল নিতে না আসতে হয়, তাদের প্রত্যেকের ঘরেই যেন কম্বল থাকে আমি সেই ব্যবস্থা করবো। আমি আপনার সমস্যার কথাগুলো শুনতে চাই, আমাদের নেতাদেরকে এসব কথাগুলো শুনাতে চাই। আপনাদের যেকোনো সমস্যায় বা বিপদ-আপদে আমরা আপনাদের পাশে থাকতে চাই।
এরপর সাঈদ আল নোমান তুর্য ও অতিথিবৃন্দ অসহায় ও দুস্যদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।