আমির হোসেন স্টাফ রিপোর্টার
২০১৯সালের এইদিনে মহান আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে আমাদের এতিম করে দুনিয়া থেকে বিদায় নেন। সন্তানের কাছে বাবা কি পরিমান নিয়ামত তা শুধু তাঁরাই জানেন যারা বাবা হারা হয়েছেন। সবার কাছে আমার বাবার জন্য দোয়ার দরখাস্ত রইলো, আল্লাহ পাক যেনও আমার বাবাসহ সকল কবর-বাসীকে ক্ষমা করে দেন। এবং জান্নতবাসী করেন আমিন,,
বাবা না থাকার কষ্ট,সেই সব সন্তানেরা বেশি বুঝে যাদের বাবা না ফেরার দেশে চলে যায়,,,
অার সন্তানরা পৃথীবীতে ঠিকই বাস করে তবে চালবিহীন ঘরের ন্যায়,,রোদ বৃষ্টি দুটোই যাদের নৃত্যা দিনের সঙ্গি হয়ে থাকে,,,
ওনার অবর্তমানে পুরো সংসারটা কেমন যেনো ঝং ধরা শেকলের মতো হয়ে যায়,শেকলের সবগুলো রিং যেনো সংসারের প্রতিটা সদস্য, অার তখন এই রিংগুলো খুবই হালকা হয়ে যায়,অল্প টান পড়লে যেনো সবগুলো রিং ছিড়ে যাবে,,,,
খুব মিস করি বাবা তোমায়, তোমার শূন্যেতা কখনো পূরনের নয়।
গত (১২জানুয়ারি ২০১৯)এইদিনে হয়ে যাওয়া কোনো এক অভিশপ্ত শীতের সকালে তোমাকে হারিয়েছিলাম,অাবার সেই শীতের মৌসুমে, ৬টা বছর হয়ে গেলো অাব্বু নামটা মুখ বের হয়নি,,, কেনো এমন হলো, শত চেষ্টা করেও তো পারলাম না বাবা তোমায় ধরে রাখতে,,,প্রত্যেকটা মূহুর্তে তোমার কথা মনে পড়ে,,বুকে পাথর চাপা দিয়ে তোমায় হারানোর কষ্ট-টা চেপে রাখি কাউকে বুঝতে দিই-না বাবা,,, ,, অাল্লাহর কাছে সবসময়ই একটাই প্রার্থনা করি তোমাকে জান্নাতের সর্বোচ্ছ মওকা জান্নাতুল ফৈরদৌস দান করেন যেনও,, হে অাল্লাহ্ পৃথিবীতে অার কোনো সন্তানকে অামাদের মতো অকালে বাবা হারা করোনা,,,বেঁচে থাকুক প্রতিটা বাবা।