1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কলকলিয়া ইউনিয়নের প্রসুতি মায়েদের নির্ভরতার প্রতীক কামারখাল উপ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটের মোংলায় ট্রেনের নিচে পড়ে এক শিশু নিহত বাগেরহাটের খানপুর ইউপির ৯টি ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই কিশোর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে তারেক রহমানের নির্দেশক্রমে আলহাজ্ব মনিরুজ্জামান খান লাবলুর শীতবস্ত্র বিতরণ নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই সিন্ডিকেটের চাপাতির কোপে ব্যবসায়ী বিল্লাল আহত মোরেলগঞ্জে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ সিডিএ’র প্রকল্পে অনিয়মের অভিযোগ: ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজে তদন্ত শুরু নোয়াখালী জেলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত সাভারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কলকলিয়া ইউনিয়নের প্রসুতি মায়েদের নির্ভরতার প্রতীক কামারখাল উপ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের প্রসূতি মায়েদের নির্ভরতার প্রতীক হয়ে উঠছে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কামারখাল উপ স্বস্থ্যকেন্দ্র। কেন্দ্রে গত বছরও মা ও শিশু মৃত্যুর হার ছিল শূন্য। বছর ধরেই এটা অব্যাহত আছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সেবাকেন্দ্রের দায়িত্বরত (মিডওয়াইফ) ধাত্রী সুমা বেগম। কাজ করতে গিয়ে রাতদিন শ্রম দিচ্ছেন একাই। প্রসুতি মায়েদের দাবী কামালখাল উপস্বাস্থ্য কেন্দ্রে দুই তিনজন ধাত্রী (মিডওয়াইফ) নিয়োগ দেয়ার। ২৬ জন প্রসূতি মা ১টি কেন্দ্রে সন্তান প্রসব করেছেন। এ চিত্র থেকে বোঝা যায় যে এখানে দিন দিন সেবাগ্রহীতা প্রসূতি মায়ের সংখ্যা বাড়ছে। উল্লেখিত বছরে কোনো মা কিংবা শিশু প্রসবজনিত কারণে মারা যায়নি। কেন্দ্র ঘুরে গিয়ে প্রসূতি মায়েদের শতভাগ সেবা দানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। জানাযায়, এই উপস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নমুলক কাজের জন্য সার্বিক সহযোগীতা করেছেন কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল হাশিম। এছাড়াও কয়েক বছর যাবত নিয়মিত স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন কামারখাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীন। তবে কেন্দ্রে নিয়মিত চিকিৎসক না থাকায় অন্যান্য বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ।সেবা নিশ্চিত করতে অতি দ্রুত এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগের দাবি তুলেছে এলাকাবাসী। দায়িত্বরত ধাত্রী (মিডওয়াইফ) সুমা বেগম বলেন, ইউনিয়নে এই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মায়ের সংখ্যা ছিল অনেকেই। এর মধ্যে এ কেন্দ্রে ২৬ জনের নরমাল ডেলিভারি হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করি সব গর্ভবতী মাকে আমাদের এখানকার সেবা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে কোন ধরনের টাকা পয়সা নেওয়া হয়না। কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কামারখালের ও জগদীশপুরের দুই প্রসূতি নারী চিকিৎসা নিচ্ছেন। তারা জানান, স্থানীয় এ কেন্দ্রটিতে সব ধরনের সুবিধা থাকায় গর্ভবতী মেয়েকে এখানে নিয়ে এসেছেন। এখানকার সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতার বিষয়টি খুবই ভালো দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি