1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদারে বাংলাবান্ধায় কাশিমগঞ্জ বিওপি'র ক্যাম্প উদ্বোধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটের মোংলায় ট্রেনের নিচে পড়ে এক শিশু নিহত বাগেরহাটের খানপুর ইউপির ৯টি ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই কিশোর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে তারেক রহমানের নির্দেশক্রমে আলহাজ্ব মনিরুজ্জামান খান লাবলুর শীতবস্ত্র বিতরণ নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই সিন্ডিকেটের চাপাতির কোপে ব্যবসায়ী বিল্লাল আহত মোরেলগঞ্জে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ সিডিএ’র প্রকল্পে অনিয়মের অভিযোগ: ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজে তদন্ত শুরু নোয়াখালী জেলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত সাভারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদারে বাংলাবান্ধায় কাশিমগঞ্জ বিওপি’র ক্যাম্প উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত বিওপি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে কাশিমগঞ্জ বিওপির ক্যাম্প উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।

পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি।

 

উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

এর পর স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

এদিকে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের বাংলাবান্ধা আইসিপির জিরো লাইনে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ শেষে ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফের প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি ভারতের শিলিগুঁড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি