রাসেদ বিল্লাহঃ নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মাইজদী টাউনহল মোড়সংলগ্ন নূপুর মার্কেটের পাশের একটি বইয়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মাইজদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালন আব্দুল্লাহ হারুন পাশা। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে। খবর পেয়ে প্রথমে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাঁদের সঙ্গে চৌমুহনী, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচরসহ কয়েকটি স্টেশনের আটটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে আড়ত, কাপড়ের দোকান, গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়, সাইকেল মেরামতের দোকান, হোটেল ও ভ্যারাইটিজ স্টোরসহ অন্তত ২০ দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও জানান, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর আধা ঘণ্টা আগে বেশির ভাগ দোকান ও মার্কেট বন্ধ হয়ে যায়। ফলে প্রথমে আগুনের বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। অনেকে বাসায় ছিলেন। তাই মালামাল বের করতে পারেননি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।