বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১২ জানুয়ারী) সকাল ৮টায় জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে ১০০ টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম এবং সমাজ কল্যাণ পরিষদটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি আজিজুর রহমান সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে মানবিক কাজে এবং দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। শীতবস্ত্র পেয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উচ্ছাস লক্ষ্য করা যায়।