গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে কন্যার মা মোহসেনা (৫০) বেগমকে ছয় মাসের জেল দেওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে রোববার (১২ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
ইউএনও বলেন, গত শনিবার দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের আমাইতাড়া এলাকার মো. আবু বক্করের বাল্যবিবাহ সংক্রান্ত লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় মোজাফফর ও মোহসেনার বাড়িতে আবু বক্করের অপ্রাপ্তবয়স্ক ছেলে হৃদয়কে আটকে রেখে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করা হচ্ছে।
ইউএনও আরও বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়। এসময় গ্রাম পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় কন্যার মা মোহসেনা, বাড়িতে না থাকার সুযোগে কন্যার সাথে ফোনে যোগাযোগ করে আবু বক্কর ও মোসা. রোখছানার পুত্র হৃদয় বাবু। এরপর ওই ছেলে (পাত্র) রাতে কন্যার বাড়িতে যায় এবং স্থানীয়রাসহ ওই বাড়ির লোকজন মিলে আটক করে ছেলে এবং মেয়েকে বিয়ের আয়োজন করে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনে পক্ষ থেকে ওই দিন দুপুরে কন্যার বাবা মোজাফফরকে গ্রাম পুলিশ পাঠিয়ে এবং মোবাইল ফোন করে বাল্য বিয়ে দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবং এ ঘটনায় কন্যার বাবা-মাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়। এছাড়াও বাল্যবিবাহ না দিতে আবারো অনুরোধ করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত হয়ে তাদের অভিযোগ জানাতে বলা হয়।
এর একপর্যায়ে সন্ধ্যার পরে জানা যায়, কন্যার বাবা ও স্থানীয় কিছু ব্যক্তি মিলে পাশের উপজেলা থেকে ইমাম এনে কন্যার মা তার মেয়ের সাথে পাত্র হৃদয় বাবুর বাল্যবিবাহ সম্পাদন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে কন্যার বাবা মোজাফফর ও বাল্যবিবাহের বর-কনে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল হতে কন্যার মাকে জিজ্ঞাসাবাদ করলে বাল্যবিবাহ দেওয়ার কথা স্বীকার করেন। অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে আরেকজন অপ্রাপ্তবয়স্ক ছেলে হৃদয় বাবুর বাল্যবিবাহ দেওয়ার কারণে “বাল্যবিবাহ নিরোধক আইন, ২০১৭ এর ৮ ধারা ভংগের দায়ে উক্ত আইনের ধারার সর্বনিম্ন শাস্তি হিসেবে তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি