মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে সাভারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
আজ তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করেন তিনি।
এসময় ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। তিনি সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া চান। এ সময় নেতৃবৃন্দের কাছে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরো বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সব সময় আমাদের অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাড়াতে হবে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে এমন কোন কাজ করতে কাউকে দেয়া হবে না। আমি আসা করছি প্রতি এলাকায় যেন যুবদলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়।