মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১৩/০১/২০২৫ ইং
দেশের দুগ্ধ ও তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌর এলাকায় দিনে দিনে যানজট সমস্যা প্রকট আকার ধারণ করছে। এ যানজটের কবলে পড়ে শাহজাদপুরবাসীকে নিত্যদিন নানা দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। ভোগান্তির শিকার পৌর এলাকার ব্যবসায়ী, স্কুল, কলেজ, অফিসগামী সাধারন পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটাচ্ছে ওই তীব্র যানজট। বিশেষ করে শাহজাদপুর পৌর এলাকার প্রধান সড়ক বিসিক বাসস্ট্যান্ড থেকে থানারঘাট করতোয়া সেতুর পশ্চিমপাড় এবং দ্বারিয়াপুর- মনিরামপুর বাজার এলাকায় সৃষ্ট তীব্র যানজট সকলের জীবন বিষিয়ে তুলেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়, শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে বাইপাস সড়ক থাকলেও দিনের বেলায় (সকাল ৮টা থেকে রাত ১০টা) পৌর এলাকার ভিতর দিয়ে বড় বড় যানবাহন চলাচল করছে নিয়ম ভঙ্গ করে। অতিরিক্ত যানবাহন ও ট্রাফিক আইন না মানায় প্রতিদিন পৌর এলাকার নিউ গৌড়ি সিনেমা হল থেকে রূপপুর থানাঘাট করতোয়া সেতু পর্যন্ত সড়ক যানজটে প্রতিদিন যানজটে স্থবির হয়ে থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন শাহজাদপুরবাসী। তার পরেও ‘মরার ওপর খাড়ার ঘা’ এর মতো পৌর এলাকার মধঢে নিবন্ধিত ও অনিবন্ধিত অন্তত কয়েক হাজার চার্জার (টমটম) ও রিকশা-ভ্যান চলাচল করে। । অপ্রশস্ত রাস্তা দিয়ে এসব যানবাহনকে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুইপাশে ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বসানো এবং শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে চার্জার, সিএনজি ও রিক্সা-ভ্যান স্ট্যান্ডের কারণে যানজট সমস্যা মারাত্মক আকার ধারন করেছে। এ অবস্থায় নাকাল হয়ে পড়েছেন এলাকাবাসী । এছাড়া পৌর এলাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা দ্বারিয়াপুর কাপড়ের হাট সংলগ্ন ফলপট্টি নামকস্থানে ব্যাটারিচালিত রিক্সা ষ্ট্যান্ড গড়ে রাস্তার ওপর রাখা থাকে। স্থায়ী স্ট্যান্ডের মতো দাঁড় করিয়ে রেখে এসব সিএনজি ও অটোরিকশায় যাত্রী উঠানো-নামানো হচ্ছে। এছাড়াও করতোয়া সেতুর পূর্ব পাড়ে সিএনজি স্ট্যান্ড ও পশ্চিম পাড়ে অটো রিক্সার স্ট্যান্ড করে যাত্রী উঠানো-নামানো হচ্ছে। ফলে বড় ধরনের বাস, ট্রাক এলেই চরম যানজটে আটকে পড়তে হয়। যার প্রভাব শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড পর্যন্ত পড়ছে। শাহজাদপুর পৌরসভা নিবন্ধিত চার্জার ও রিক্সার বাইরে রয়েছে অনিবন্ধিত শত শত চার্জার ও রিক্সা গাড়ি।
এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার প্রশাসক ও ইউএনও মোঃ কামরুজ্জামান জানান, ‘শাহজাদপুর পৌর এলাকাকে যানজটমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে