মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুরের জিয়ানগর উপজেলা নতুন কমিটির সভাপতি হিসেবে এস এম আশ্রাফুল ইসলাম কে মনোনয়ন এবং সেক্রেটারি হিসেবে কে এম রাহাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত ১১ (জানুয়ারী) শনিবার সন্ধ্যায় সংগঠনের উপজেলা কার্যালয়ে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি এম মেহেদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক আরেফিন আব্দুল্লাহ। প্রসঙ্গত, সাথী এবং ইউনিয়ন দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুল রহমান রাতুল ও উপজেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।
এদিন নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাদের দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।