বিশেষ প্রতিনিধি, মো: জাহিদ হাসান।
গত ৩ ই জানুয়ারি আলোর দিন ফাউন্ডেশন এর শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সদস্যদের
ভোটের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা ও সভাপতি নির্বাচন ও ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচন এর ঘোষণা করেন
আলোর দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইমতিয়াজ আলী সুজন।
এবং উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
জনাব আবু সুফিয়ান
( উপদেষ্টা আলোর দিন ফাউন্ডেশন)
জনাব, জাকির হোসেন,
(উপদেষ্টা আলোর দিন ফাউন্ডেশন)
মোঃ জিয়াউর রহমান
সহ সভাপতি কেন্দ্রীয়
(আলোর দিন ফাউন্ডেশন)
জনাব আলহাজ সার্জেন নিজামুল হক পান্না অবঃ। রাজশাহী বিভাগের সভাপতি আলোর দিন ফাউন্ডেশন।
এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে
ছিলেন,
জনাব জাহিদুল ইসলাম,
এস এম আলজাবির, জনাব রিয়াজআহমেদ রিজু,
আরো অনেকে
পরিশেষে সকলের মংগোল ও শুভকামনা দিয়ে উক্ত সভার সভাপতি জনাব ইমতিয়াজ আলী সুজন আলোর দিন ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার আহাব্বান জানিয়ে সভার কাজ শেষ করেন।
আলোর দিন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেচছাসেবি সংগঠন।