স্টাফ রিপোর্টারঃ টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতে কর্মরত নিরীহ তাবলীগ জামাতের সাথী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতার উপর ইতিহাসের বর্বরোচিত আক্রমণের পরিকল্পনা ও পরিচালনাকারী সাদপন্থী খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ও কাজিপুরের তাবলীগ জামাতের মুরব্বি মুফতি মাওলানা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবু বক্কর, নূরনবী, সাইদুর আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুল কাদের প্রমুখ।
এরআগে কাজিপুর উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে তাবলীগ জামাতের মুরব্বি, ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।