ঝালকাঠি প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
আজ ১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। টুর্নামেন্টে উপজেলার সদর ইউনিয়ন, চেচরী রামপুর, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোলায়মান খান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ মুজিবুর রহমান, কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি প্রতিনিধি।