মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
দোকানের সামনে ময়লা থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। কাজির দেউড়ি বাজারে ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহের বিন বিতরণকালে তিনি এ কথা বলেন।
মেয়র জানান, প্রতিটি দোকানের সামনে ডাস্টবিন দেওয়া হবে এবং ময়লা সেগুলোতে ফেলা বাধ্যতামূলক। যদি বিন দেওয়ার পরও দোকানের সামনে ময়লা পাওয়া যায়, সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, “এটি শুধু ঘোষণা নয়, বাস্তবে কার্যকর করা হবে।”
বর্ষা মৌসুমে জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন ও প্লাস্টিক উল্লেখ করে মেয়র বলেন, “এগুলো যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ করা হবে।”
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ নগরের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র সকলকে শহরকে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটিতে রূপান্তরের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।