বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবীতে সরকারি বাকেরগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের পক্ষে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মনিষা সাহা বলেন, বাকেরগঞ্জ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিয়ামতি ইউনিয়নের সৈয়দ আফসার আলী কলেজে বর্তমানে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে। ওই কেন্দ্র যাতায়াতের রাস্তা খুবই খারাপ, এছাড়া ডিগ্রি পর্যায়ের বেশিরভাগ মেয়েরা বিবাহিত ও পেগনেন্ট থাকার কারনে এত দুরে যাওয়া অসম্ভব হয়ে যাবে। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, বাকেরগঞ্জ পৌর শহরের কাছাকাছি ২ টি পরীক্ষা কেন্দ্র থাকার পরও আমাদের এত দুরের কেন্দ্রে দেওয়া হয়েছে। শিক্ষার্থী তামান্না আকতার বলেন, আমাদের পূর্বের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না করা হলে আমরা আন্দোলনে যাবো।