আজ ১৩ই জানুয়ারী সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্র কোনায়, আবাসনের টাকা তৃণমূলের বুথ সভাপতি অ্যাকাউন্টে, এই নিয়ে শোরগোল।
তৃণমূল বুথ সভাপতি পেল্লায় পাকাবাড়ি থাকা সত্ত্বেও, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন, এ নিয়ে সরব তৃণমূল স্থানীয় নেতারা, খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও , বুধ সভাপতির দাবী তার পাকা বাড়ি নেই , মাটির বাড়ি রয়েছে। ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলেছেন পাকা বাড়ি তৃণমূল নেতার, অথচ গ্রামের এমন অনেক মানুষ আছে , যারা বাড়ি পাওয়ার যোগ্য আবেদন করেও মেলেনি পাকা বাড়ি। এমনটাই বলেছেন অনেকে।
যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি বাড়ি পেয়ে থাকে, এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ভিডিও কে জানানো হবে , মুখ্যমন্ত্রী একাধিক বার কড়া নির্দেশ দিয়েছিলেন, স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায়, প্রশ্ন উঠেছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমীক্ষা নিয়ে।
ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শী গ্রামে। এই গ্রামের বাসিন্দা তপন মন্ডল তার স্ত্রী কাজল মন্ডল ও এক ছেলে অবিবাহিত সুমন্ত মন্ডল কে নিয়ে তপন বাবুর পরিবার।
তপন মন্ডল তপন মন্ডল পেসাই কৃষক সাথে খুড়শী বুথের তৃণমূলের বুথ সভাপতি। স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামেই নবনির্মিত একটি এক তোলা পেল্লাই পাকা বাড়ি তৈরি করেছেন। খুড়শী গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খাঁন , তার বুথ সভাপতি পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সড়ক হয়েছেন।
তিনি অভিযোগ করেন ,বুথ সভাপতি তপন মন্ডল এর পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে, অথচ বুথে এমন অনেক মানুষ রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য তাও মেলেনি বাড়ি। এ নিয়ে প্রশাসনকেউ জানানো হয়েছে, তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় নেতার অভিযোগ ও জোড় জল্পনা কল্পনা শুরু হয়েছে,
এ বিষয়ে বুথ সভাপতি তপন মন্ডল এর প্রতিক্রিয়া নিতে গেলে তিনি অবশ্য সরাসরি অস্বীকার করেন তার পাকা বাড়ি থাকা নিয়ে, তার দাবী মাটির বাড়ি রয়েছে তাতেই বসবাস করেন। তবে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন এবং প্রথম কিস্তির টাকাও ঢুকিছে তার স্বীকার করে নিয়েছেন তপন মন্ডল। এ নিয়ে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলতে গেলে , তৃণমূল নেতার প্রসঙ্গে কেউ মুখ খুলতে চাননি, তবে গ্রামে অনেকেই বাড়ি পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও আবেদন করেও বাড়ি মেলেনি এমনটাই জানিয়েছেন। এবং তাহার স্ত্রী কাজল মন্ডল আমতা আমতা করে স্বীকার করেছেন পাকা বাড়িটি তাদেরই।
এই নিয়ে শাসক দলকে বেঁধেছে বিজেপি, বিজেপি চন্দ্রকোনা এক মন্ডল সভাপতি সুকান্ত দলুই বলেন, আবাস যোজনার বাড়ি বন্টনে প্রশাসন ও তৃণমূলের দুর্নীতিতে তারা বরাবরই অভিযোগ করে আসছে, খুড়শীর বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পাওয়ার বিষয়টি তারাও জানেন। শুধু তারাই নয় শাসক দলের নেতারাও , আবাস যোজনায় সজন-পোষণ নিয়ে মুখ খুলেছেন তাদের দলের সভাপতি বাড়ি পাওয়া নিয়ে।
যদিও এ বিষয়ে ভগবন্তপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা জানিয়েছেন ,এ বিষয়ে আমাদের জানা নেই এখনো পর্যন্ত , তাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। তৃণমূলের বুথ সভাপতি বাড়ি পেয়েছেন এমন অভিযোগ আসলে তদন্ত করে ভিডিও কে জানানো হবে, তৃণমূলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি পাওয়া নেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় জানার পরেই।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ।