আজাদুর রহমান, বগুড়া।
বগুড়ায় জমির দখল পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। ১৩ ই জানুয়ারি বিকাল ৪ টায় শহরের ধরমপুর এলাকায় এই মানববন্ধন করেন তারা।
এর আগে সদর থানায় মোস্তারী বেগম, গোলাম রব্বানী, রাশেদ সহ ৫ থেকে ৭ জন অজ্ঞাত করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রেহেনা আক্তার।
লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, সদর থানাধীন ধরমপুর বাজারে তার পৈত্রিক ৬৪ শতাংশ জমি আছে। যাহা দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ উক্ত জমি ভুক্তভোগী রেহেনা ও তার স্বামী রফিকুল ইসলাম দেখাশোনা করেন। ৪ শতাংশ জমির উপর তার স্বামীর টাকায় নির্মিত ৫ তলা ভবন আছে এবং একই জমির প্রায় ১৮ শতাংশ জমির উপর দ্বিতলা ভবন নির্মান করে। বিবাদীরা মাঝে মধ্যে তাদের প্রয়োজনে ভুক্তভোগীর নিকট হইতে বিভিন্ন অংকের টাকা নিয়েছে কিন্তু অদ্যবধি কোন প্রকার হিসাব করেনি এবং তার স্বামীর টাকায় নির্মিত বিল্ডিংটি তাদের দেওয়ার কথা থাকলেও সেখানে দাবি করছে। ঢাকায় তার স্বামীর টাকায় ক্রয়কৃত হাজী আফছার উদ্দিন লেন, ৪১/১৪ ডি, জিগাতলা, ঢাকা-১২০৯ এর রহমান হাউজিং, ৯ম তলার ফ্লট নম্বর-এ, যাহা ১৪৪৫ বর্গফুট ফ্লাট ০১ ও ০২নং বিবাদীদ্বয় দখল করে আছে। উক্ত ফ্লাটের বিনিময়ে ২নং বিবাদী বগুড়া ধরমপুরে তাহার অংশের জমি রফিকুল ইসলামের নামে দলিল করে দেওয়ার কথা। কিন্তু ধরমপুরের জমি অন্য লোকের কাছে বিক্রয় করার পায়তারা করিতেছে। প্রতিবাদ করলে বিবাদীরা ভুক্তভোগী ও তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকী প্রদান করে। ইতিমধ্যেই বিবাদীরা জমিতে গিয়ে জমি দখলের জন্য পায়তারা করতেছে এবং জমিতে থাকা অস্থায়ী বিভিন্ন কাঠামো ভাংচুর শুরু করে যাহা অদ্যবধি চলমান আছে।