মোঃ নাজমুল
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। "জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" স্লোগান নিয়ে আয়োজিত এই মেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা তাদের সৃজনশীল প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন।
সোমবার (১৩ জানুয়ারি) মোরেলগঞ্জ উপজেলা চত্বরে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনিই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আঞ্জুমানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার এ এইচ এম মোল্লা জামাল এবং সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা মেলায় শিক্ষার্থীদের তৈরি স্টলগুলো ঘুরে দেখেন। প্রতিটি স্টলে তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তি নির্ভর সমাধান এবং সৃজনশীল চিন্তার প্রশংসা করেন।
এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিকাশের জন্য একটি অনুপ্রেরণার মঞ্চ হয়ে উঠেছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ উদ্ভাবনে পথ দেখাতে সহায়তা করবে।