কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর
মকর সংক্রান্তির সাগরসঙ্গমে শুরু হয়েছে পূণ্যস্নান। এই পূণ্যস্নান উপলক্ষ্যে সমুদ্র তটে কার্যত বইছে জনজোয়ার।পাশাপাশি মথুরাপুরের সাংসদ বাপি হালদার পূণ্যস্নান সারলেন,পূণ্যস্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিলেন। এদিন গঙ্গাসাগরে আশা সাধুদের আশীর্বাদ ও নিলেন সাংসদ, তাছাড়া সাধুদের আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাগরমেলার চেনা ছবি আরও একবার ফুটে উঠল সাগরে। দেখা যায় নানা রঙে মিলেমিশে গঙ্গাসাগর আরও একবার হয়ে উঠল মিনি ভারতবর্ষ। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হয়েছে মঙ্গলবার ৬ টা ৫৮ মিনিট থেকে। চলবে বুধবার ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকে দেশ বিদেশ থেকে আগত নানা বয়সের নারী-পুরুষের ভিড় ঘাটের পথে। পুণ্যার্থীদের পায়ে পায়ে উড়ছে ধুলো।
সাগরে স্নান সেরেই বাড়ির দিকে ফিরতে চাইছেন পূণ্যার্থীরা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ইতিমধ্যেই পূণ্যার্থীদের সুরক্ষায় জিপিএস যুক্ত বিশেষ ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ২৪ টি ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। ১১৫০ টি সিসিটিভি, ১০ টি স্যাটেলাইট ফোন ও ১৫০ টি ম্যানপ্যাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে। আগামীকাল পর্যন্ত সুষ্ঠভাবে সাগরে পূণ্যস্নান করানোই এখন লক্ষ্য প্রশাসনের। এদিন মথুরাপুরের সাংসদ বাপি হালদার মকর সংক্রান্তির পূণ্যস্নানে আগত সকল পূণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান।