নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজন করা দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পরিসমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং সেমিনার। মেলায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা উপস্থাপন করেন।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করে বলেন, "আমাদের তরুণ প্রজন্মের মাঝে রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে বৈজ্ঞানিক অগ্রগতির শিখরে নিয়ে যেতে পারবে।"
মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছিল চরম উদ্দীপনা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।