গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় আজ (১৪ জানুয়ারি, মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে একটি বিশেষ কর্মশালা। “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালার লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানের উদ্বোধন ও অতিথিদের উপস্থিতি
সকাল ১১টায় কালিহাতী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। কর্মশালার সভাপতিত্ব করেন কালিহাতী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন: কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া,পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হাসান সাফী,উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান,জুনিয়র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সমর বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক।
তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কর্মশালায় স্থানীয় তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। মোট দশটি দল কর্মশালায় অংশগ্রহণ করে, যেগুলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,খিলদা উচ্চ বিদ্যালয়
কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়, নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও প্রতিশ্রুতি
কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা, মতবিনিময় এবং পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেন। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রতিশ্রুতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
উল্লেখযোগ্য পদক্ষেপঃ এই আয়োজন তরুণদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।